1. admin@newsbanglanb.com : admin :
সাংবাদিকদের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা - নিউজ বাংলা NB
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুপুরে সার- বীজ-কীটনাশক বিক্রয়কারী প্রতিষ্ঠানে জরিমানা। আশুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশরাফুলের ঘুষ বানিজ্য বেপোরোয়া। গঙ্গাচড়া থানা পুলিশের মাদকবিরোধী অভিযান প্রশংসনীয়। ঘাটাইলে বিএনপির বিশাল জনসভা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর রংপুর আগমনে পাগলাপীরে পথসভা ধনবাড়ীতে ১৭ পিছ ইয়াবা সহ মাদক ব্যবসায়ী ও সেবন কারী গ্রেফতার। দেলদুয়ারে সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবারকে জেলা প্রশাসকের অর্থ সহায়তা প্রদান। আরাফাত রহমান কোকো স্মৃতি ফাউন্ডেশন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত। মধুপুরে গভীর রাতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন ইউএনও ডিমলায় এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সাংবাদিকদের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা

মোঃ আলমগীর মোল্লা (গাজীপুর, কালীগঞ্জ প্রতিনিধি)
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৯ বার পঠিত

মোঃ আলমগীর মোল্লা (গাজীপুর, কালীগঞ্জ প্রতিনিধি)

গাজীপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর জেলা শাখার উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় গাজীপুরের পোড়াবাড়ী মাষ্টারবাড়ী নানদুইন এলাকায় নিরিবিলি রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর গাজীপুর জেলা আমির ও কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ডঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং জেলা প্রচার সেক্রেটারি মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও রাস্তায় অতিরিক্ত জ্যাম থাকার কারণে, সঠিক সময়ে উপস্থিত হতে পারেন নাই জামায়াতে ইসলামী কেন্দ্রীয় প্রচার সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান আকন্দ।

অনুষ্ঠানের শুরুতেই মহাপবিত্র কোরআন তেলাওয়াত করেন শ্রীপুর উপজেলার আমির মাওলানা নুরুল ইসলাম। বাংলাদেশ জামায়াতে ইসলামীর গাজীপুর জেলা আমির ও কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ডঃ জাহাঙ্গীর আলম বলেন, আজ আমরা স্বাধীন। দীর্ঘদিন পর ছাত্র জনতার আন্দোলনে স্বৈরশাসক শেখ হাসিনা সরকার পালিয়েছে। যাদের রক্তের বিনিময়ে দেশ স্বৈরশাসন মুক্ত হলো আমরা দেশবাসী তাদের কাছে আমরা ঋণী। বৈষ্যম্যবিরোধী আন্দোলনে যেসব ছাত্র এবং সাংবাদিক নিহত হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের পাশে আছে এবং সবসময় থাকবে। আজকে স্বৈরশাসকমুক্ত বাংলাদেশ। আপনারা জানেন স্বৈরশাসন বিগত দিনে এ দেশের শিক্ষাকে ধংস করার চেষ্টা করেছে। আমরা ক্ষমতায় আসলে দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়ব।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ডঃ মোহাম্মদ মোবারক হোসেন, গাজীপুর জেলার সেক্রেটারি মোহাম্মদ সফিউদ্দিন, নায়েবে আমির মাওলানা সামাউল হক, সিনিয়র নায়েবে আমির মাওঃ আব্দুল হাকিম, সাবেক আমির মোহাম্মদ আবুল হাসেম।

বক্তব্য রাখেন গাজীপুর সদর প্রেসক্লাবের সাবেক সভাপতি ফরিদুল ইসলাম খান, সাংবাদিক এর ইউনিয়নের এস এম হাবিব, গাজীপুর জেলা সাংবাদিক ফোরামের সভাপতি এবং কাপাসিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সহ-অধ্যাপক সামসুল হুদা লিটন, সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক আবুল কালাম আজাদ, গাজীপুর প্রেসক্লাবের সহ-সভাপতি রেজাউল বারী বাবুল, বাংলাভিশন টেলিভিশনের গাজীপুর জেলা প্রতিনিধি এবং দৈনিক নয়াদিগন্তের কালিয়াকৈর প্রতিনিধি মীর মোহাম্মদ ফারুক, সিনিয়র সাংবাদিক দেলোয়ার হোসেন সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলার সভাপতি আমির মাহমুদুল হাসান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও সংবাদ