এখনো ভালো নেই রোদেলা
এখনো চোখে মুখে কান্নার দাগ।
কখনো আনমনে আকাশের দিকে তাকিয়ে থাকে
কখনো বা বইয়ের পৃষ্ঠা উল্টাতে উল্টাতে
আচমকা ছুঁড়ে ফেলে টেবিলের উপর।
হাহাকার যন্ত্রণায় হঠাৎ হঠাৎ করে ছিঁটকে পরে মাটিতে
কিংবা
দেয়াল ঘেঁষে নিশ্চুপ দাঁড়িয়ে থাকে।
বড্ড বেশি ভালোবাসতো সমরকে,
প্রতিদিন দু’জন দু’জনার হাত ধরে হেঁটে হেঁটে
থমকে দাঁড়াতো কৃষ্ণচূড়া গাছের নীচে।
কতো গল্প, স্বপ্ন সাজাতো মনের এক কোণে,
উজ্জ্বল এক স্বপ্নের পৃথিবী হবে রোদেলার
এমন মিষ্টি ভাগ্য নিয়ে
তার জন্ম হয়েছিলো পৃথিবীর বুকে
ভাবতে ভাবতে
মিষ্টি হাসিটা ছড়িয়ে পড়তো সারা মুখমন্ডল।
মানুষ কতোটা স্বার্থপর, বেঈমান, জঘন্য প্রতারক হতে পারে
নিষ্পাপ রোদেলা জানতো না,
তার সবচেয়ে ভালোবাসার মানুষটাই
তাকে চরম সত্যি কথাটা জানিয়ে দিয়ে গেলো।
আজ পনেরো দিন হলো-
সমর একটি মেয়েকে বিয়ে করে,
পাড়ি দিলো কানাডায়।
জানালার পর্দাটা সরিয়ে দিলো রোদেলা
বাহিরে তুমুল বৃষ্টি হচ্ছে,
সে বৃষ্টির শব্দে শব্দ করে কাঁদছে রোদেলা।