1. admin@newsbanglanb.com : admin :
রাস্তা গতিরোধ করে মাইরধর - টাকা ছিনতাই থানায় অভিযোগ  - নিউজ বাংলা NB
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুপুরে সার- বীজ-কীটনাশক বিক্রয়কারী প্রতিষ্ঠানে জরিমানা। আশুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশরাফুলের ঘুষ বানিজ্য বেপোরোয়া। গঙ্গাচড়া থানা পুলিশের মাদকবিরোধী অভিযান প্রশংসনীয়। ঘাটাইলে বিএনপির বিশাল জনসভা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর রংপুর আগমনে পাগলাপীরে পথসভা ধনবাড়ীতে ১৭ পিছ ইয়াবা সহ মাদক ব্যবসায়ী ও সেবন কারী গ্রেফতার। দেলদুয়ারে সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবারকে জেলা প্রশাসকের অর্থ সহায়তা প্রদান। আরাফাত রহমান কোকো স্মৃতি ফাউন্ডেশন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত। মধুপুরে গভীর রাতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন ইউএনও ডিমলায় এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাস্তা গতিরোধ করে মাইরধর – টাকা ছিনতাই থানায় অভিযোগ 

নিউজ বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ১০২ বার পঠিত

রাস্তা গতিরোধ করে মাইরধর – টাকা ছিনতাই থানায় অভিযোগ

আবু মোঃ শোয়েব ডন ঘাটাইল( টাঙ্গাইল) প্রতিনিধিঃ

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে  মিজানুর রহমান (৪০) কে মাইরধর করে টাকা ছিনিয়ে নিয়েছে প্রতিপক্ষ রনি গংরা। ভুক্তভোগীর বাড়ি ২ নং ঘাটাইল সদর ইউনিয়নের মজমপুর গ্রামের, সে নুরুল ইসলাম ছেলে। বর্তমানে  ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে ২৬ জুন মিজানুর রহমান বাদী হয়ে ৩ জনকে আসামী করে ঘাটাইল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগী ও অভিযোগের বিবরন থেকে জানা যায়, মামলার বাদী বিবাদী তারা ঘাটাইল সদর ইউনিয়নের মজমপুর একই গ্রামের বাসিন্দা ও পাশাপাশি বাড়িতে বসবাস করেন।

অনুসন্ধানে জানা যায় বিবাদী পক্ষ অনেকটা  উশৃংখল হওয়ায় উভয় পরিবারের মধ্যে দীর্ঘ দিন যাবতৎ কলহ চলে আসছিল। ২৬জুন সকালে  বাদীর ঘরের পাশে বিবাদী পক্ষ মৃত ঘুইসাপ ফেলে রাখায় কলহের  সুত্রপাত ঘটে এবং এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি এক পর্যায়ে ধাক্কাধাক্কির মধ্যে  শেষ হয়।

দুপুরে বাদী বাড়ি থেকে তার ব্যবসা প্রতিষ্ঠান টিলাবাজারে যাওয়ার পথে বিবাদী রনি মন্ডল, তার মা মাজেদা বেগম, ও বাবা মিজানুর রহমান রাস্তা গতিরোধ করে মিজানুর কে এলোপাতাড়ি মাইরধর করে শরীরের বিভিন্ন স্হানে যখমের সৃষ্টি করে এবং  তার সাথে থাকা দুই লাখ ষাট হাজার টাকা জোরজবরদস্তি করে ছিনিয়ে নেয়।

এ-সব ঘটনার বিষয়ে স্হানীয় ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান হীরা এর নিকট জানতে চাইলে তিনি বলেন আমি মারামারি ঘটনা লোকমুখে শুনেছি কিন্তু কোন পক্ষদ্বয় আমাকে কিছু জানায়নি। তবে বিষয়টি আইনের হাতে চলে গেছে আশা করছি এর একটা সুন্দর সমাধান হবে।

জানতে চাইলে ঘাটাইল থানার সহকারী উপ-পরিদর্শক (এ,এস,আই) আলমগীর জানান মারামারি হইছে তদন্ত চলছে ঘটনা সততা প্রমানিত  হইলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও সংবাদ