1. admin@newsbanglanb.com : admin :
রাজশাহীর বিটি সি এল থেকে বদলী করা সেই জুয়েল কে ঘিরে নাটক - নিউজ বাংলা NB
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুপুরে সার- বীজ-কীটনাশক বিক্রয়কারী প্রতিষ্ঠানে জরিমানা। আশুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশরাফুলের ঘুষ বানিজ্য বেপোরোয়া। গঙ্গাচড়া থানা পুলিশের মাদকবিরোধী অভিযান প্রশংসনীয়। ঘাটাইলে বিএনপির বিশাল জনসভা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর রংপুর আগমনে পাগলাপীরে পথসভা ধনবাড়ীতে ১৭ পিছ ইয়াবা সহ মাদক ব্যবসায়ী ও সেবন কারী গ্রেফতার। দেলদুয়ারে সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবারকে জেলা প্রশাসকের অর্থ সহায়তা প্রদান। আরাফাত রহমান কোকো স্মৃতি ফাউন্ডেশন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত। মধুপুরে গভীর রাতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন ইউএনও ডিমলায় এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজশাহীর বিটি সি এল থেকে বদলী করা সেই জুয়েল কে ঘিরে নাটক

নিউজ বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ১২৪ বার পঠিত

রাজশাহীর বিটি সি এল থেকে বদলী করা সেই জুয়েল কে ঘিরে নাটক

নিজস্ব প্রতিবেদকঃ

বিটিসি এল এর রাজশাহীর গণক পাড়া অফিস থেকে সদ্য বদলী কৃত রফিকুল ইসলাম জুয়েলের রহস্যময়ী ঘটনা নিয়ে মুখ খুলছেন অনেকেই। রাজশাহীর গণক পাড়ার বিটি সি এল অফিস থেকে পূর্বে একাধিক বার মালামাল চুরির দায়ে আলোচনায় এলেও ক্ষমার দৃষ্টিতে দেখেন কর্তৃপক্ষ।

এর পরেও থেমে থাকেনি রফিকুল ইসলাম জুয়েল নামের বিটি সি এল এর ৪র্থ শ্রেণীর কর্মচারি। তিনি রাজশাহীর স্থানীয় মনোভাব ও কর্মচারীদের সহসভাপতি হওয়ার দাপটে পুনরায় নানা অপকর্মের জন্ম দিতেন। সুত্র বলছে তাকে কোনভাবে রাজশাহী থেকে অনত্র বদলী করবে এমন কর্মকর্তার জন্ম হয়নি বিটি সি এল রাজশাহীতে। একদিকে অপকর্ম অন্য দিকে তার হুমকিতে দিশেহারা বিটি সি এল এর কর্মকর্তা কর্মচারিরা। কিছুদিন ধরেই তার অনিয়ম নিয়ে কানা ঘোসা বেড়ে গিয়েছিল দপ্তরটিতে। দুই একটির আলামত আসে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নজরে। সুত্রটি আরো বলেন বিটি সি এল অফিসের বদনামের কথা ভেবে তার কোন অনিয়ম প্রকাশ্যে আনতে চায়নি সংশ্লিষ্টরা।

এরই মাঝে নাটোরে বিটি সি এল এর জনবল প্রয়োজন পড়ে। আর তখনি তার বদলী হয় সেখানে। বিটি সি এল এর সুত্র বলছে জরুরি হয়ার কারণে তাকে দ্রুত সময়ে সেখানে যোগদান করতে বলা হয়। তার বদলীর আদেশে উল্লেখ্য করা হয়েছিল মাননীয় প্রতিমন্ত্রী জুনায়েদ আহম্মেদ পলকের এলাকায় যোগদান করতে।

সুত্র বলছে রফিকুল ইসলাম জুয়েল বদলীর এমন আদেশ ভিন্ন ভাবে প্রচার করতে মরিয়া হয়ে উঠেন। বদলীর এই আদেশ জুনায়েদ আহম্মেদ পলকের নির্দেশে হয়েছে এমন মুখোরচক গুজব ছড়াতে থাকেন। হঠাৎ এমন গুজব দুই একটি গণমাধ্যমে পর্যন্ত প্রচার হয়। বিটি সি এল এর একজন দায়িত্বরত কর্মকর্তা গণমাধ্যম কর্মীদের জানান সরকারি কর্মকর্তা কর্মচারির বদলী নিয়মিত রুটিং এটিকে অন্যভাবে নেওয়ার কোন সুযোগ নেই। তিনি বলেন বদলী যারা মেনে নিতে পারেন না তাদের সরকারি চাকরি করার প্রয়োজন আছে বলে আমি মনে করিনা।

তিনি আরো বলেন জুয়েল নামের ব্যক্তির সম্প্রতি সময়ে বদলী হয়েছে এটা আমরা অবগত। তিনি বদলী ঠেকাতে বেশ কিছু লোকজন নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তার দপ্তরে গিয়ে প্রভাব খাটানোর চেষ্টা করেছেন সেটিও আমরা অবগত। পরে কোনভাবে আগাতে না পেরে মন্ত্রীকে জড়িয়ে বিতর্ক করার চেষ্টা করছেন ।

প্রতিমন্ত্রী জুনায়েদ আহম্মেদ পলকের একজন ঘনিষ্ঠজন জানান আমরা প্রথমে ভেবেছি কেউ তার নাম ব্যবহার করে বদলীর সুযোগ নিয়েছেন।কিন্তু পরবর্তীতে জানতে পারি জুয়েল নামের ব্যক্তি এমন গুজব ছড়ানোর কাজ করছেন। মন্ত্রী দেশে ফিরলে জুয়েলের অপপ্রচারের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও সংবাদ