আঃ রহিম (রংপুর প্রতিনিধি)
রংপুর সদর উপজেলায় শান্তি-শৃঙ্খলা ও ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে ওলামা সমাবেশ আয়োজন হয়। শনিবার (৩১ আগষ্ট) সকাল ৭.০০ টায় সাহাবাজপুর উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। ওলামা বিভাগ, বাংলাদেশ জামায়াতে ইসলামী, সদর উপজেলা সভাপতি, মাওলানা শওকত আলী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন ও রংপুর বিভাগীয় ওলামা-মাশায়েখ সভাপতি অধ্যাপক মাওলানা নুরুল আমিন।
অনুষ্ঠানটি বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের সদর উপজেলা সভাপতি মোঃ শহিদুল ইসলাম সঞ্চালনা করেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর সদর উপজেলা আমীর জননেতা মাওলানা মোঃ মাজহারুল ইসলাম। উপজেলা সেক্রেটারী জেনারেল মাওলানা আব্দুল কাদের, রংপুর বিভাগীয় ওলামা-মাশায়েখ সেক্রেটারী জেনারেল মোঃ সাইদুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলা বায়তুলমাল সম্পাদক মাওলানা মোঃ হাবিবুর রহমান সিদ্দিকী, সাবেক ভাইস চেয়ারম্যান শাহিনুর আলম শাওন, আলহাজ্ব কাজী আবু বক্কর সিদ্দিক, আলহাজ্ব শাহাজান মিয়া, আলহাজ্ব আমজাদ হোসেন মাস্টার। অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যাপক মাওলানা নুরুল আমিন বলেন, আল্লাহর হুকুমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে দীর্ঘ ১৫ বছর ৬ মাস নির্যাতন, মামলা, হামলা, ঘুষ ও দুর্নীতি থেকে দেশ আজ স্বাধীন হয়েছে।
এতে যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফেরাত কামনা করে। তার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। দেশে ইসলামের শাসন প্রতিষ্ঠা করতে হবে এ লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি আরও বলেন বাংলাদেশ জামায়েত ইসলামী, বাংলাদেশের প্রতিটা সদস্যকে কঠোর সাধনার মধ্য দিয়ে নেতৃত্ব প্রদান করতে হবে। এ বিজয় চূড়ান্ত বিজয় নয়। এ সময় বক্তারা আরো বলেন, সমাজ সংস্কার ও দেশকে পুনর্গঠনের লক্ষ্যে ইসলামী রাষ্ট্র গঠন করতে হবে।