বাবুল রানা মধুপুর (টাঙ্গাইল)প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।শনিবার(১৪ ডিসেম্বর) সকাল দশটায় মধুপুর উপজেলা প্রশাসনের আয়োজনে পুষ্পস্তবক অর্পণ ও সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মধুপুর উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন এর সভাপতিত্বে
শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষ্যে দিবসটির তাৎপর্য তুলে ধরে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন, মধুপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া, মধুপুর থানার অফিসার ইনচার্জ এমরানুল কবীর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইদুর রহমান, উপজেলা কৃষি অফিসার রাকিব আল রানা সহ আরো অনেকে।
এসময় উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা—কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ এলাকার সুধীজনরা উপস্থিত ছিলেন।