তরিক শিবলী (বিশেষ প্রতিনিধি)
বিএনপি মনোনীত ঢাকা ১৮ আসনের মনোনীত সংসদ সদস্য এবং যুবদল ঢাকা মহানগর উত্তরের সাবেক সভাপতি-সম্পাদক ও যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি এস এম জাহাঙ্গীর পবিত্র ওমরা পালন করতে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সৌদি আরব পৌঁছেছেন।
তিনি জানিয়েছেন, পবিত্র ওমরাহ পালন করতে প্রথমে তিনি সরাসরি মদিনায় যাচ্ছেন। সেখানে মহানবী হযরত মুহাম্মদ (সা.) রওজা মোবারক জিয়ারত করবেন এবং মসজিদে নববীতে নামাজ আদায় করবেন। এরপর মদিনা থেকে মক্কায় এসে পবিত্র ওমরাহ পালনের আনুষ্ঠানিক শুরু করবেন তিনি। কাবা শরিফ তাওয়াফ এবং সাফা-মারওয়া সাঈ করবেন, মসজিদুল হারামে নামাজ আদায় করবেন।
সময় সল্পতার জন্য আত্নীয়-স্বজন, বন্ধু মহল ও দলের নেতাকর্মীর সাথে দেখা করতে না পারায় তিনি সকলের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন। তিনি দেশ বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহর কাছে দোয়া চেয়েছেন।