1. admin@newsbanglanb.com : admin :
নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ১১ জনের জেল জরিমানা - নিউজ বাংলা NB
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুপুরে সার- বীজ-কীটনাশক বিক্রয়কারী প্রতিষ্ঠানে জরিমানা। আশুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশরাফুলের ঘুষ বানিজ্য বেপোরোয়া। গঙ্গাচড়া থানা পুলিশের মাদকবিরোধী অভিযান প্রশংসনীয়। ঘাটাইলে বিএনপির বিশাল জনসভা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর রংপুর আগমনে পাগলাপীরে পথসভা ধনবাড়ীতে ১৭ পিছ ইয়াবা সহ মাদক ব্যবসায়ী ও সেবন কারী গ্রেফতার। দেলদুয়ারে সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবারকে জেলা প্রশাসকের অর্থ সহায়তা প্রদান। আরাফাত রহমান কোকো স্মৃতি ফাউন্ডেশন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত। মধুপুরে গভীর রাতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন ইউএনও ডিমলায় এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ১১ জনের জেল জরিমানা

মাহমুদুল হাসান (চৌহালী, সিরাজগঞ্জ প্রতিনিধি)
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ৩৯ বার পঠিত

মাহমুদুল হাসান (চৌহালী, সিরাজগঞ্জ প্রতিনিধি)

মা ইলিশ রক্ষায় গত ১৩অক্টোবর থেকে ৩নভেম্বর পর্যন্ত সারাদেশে নদীতে মাছ শিকার, বিক্রি ও পরিবহনের ওপর ২২ দিনের নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। নিষেধাজ্ঞা অমান্য করে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদীতে মা ইলিশ শিকার করায়, ১১জেলেকে আটকের পর ৬জনকে ১৫দিন করে কারাদণ্ড ও ৫জেলেকে ৫হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (২০ অক্টোবর) দিনব্যাপি উপজেলার খাষকাউলিয়া, বাঘুটিয়া, ঘোরজান ও উমারপুর ইউনিয়নের যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

ইলিশ সংরক্ষণ কার্যক্রম-২০২৪ এর আওতায় চৌহালী উপজেলা ট্রাস্কফোর্স কমিটির উদ্যোগে অভিযান পরিচালনা করেন, উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর হাসান মজুমদার। এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মোঃ হাবিবুর রহমান, উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী শফিকুল ইসলাম শফি, চৌহালী থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান, চৌহালী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ শামসুল ইসলাম, ইউএনও প্রতিনিধি প্রমুখ।

অভিযানে ১লক্ষ ২০হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল সহ  ১০০কেজি মা ইলিশ জব্দ করা হয়। জব্দকৃত মাছ স্থানীয় মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয় এবং জব্দকৃত জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শওকত মেহেদী সেতু ভ্রাম্যমান আদালত পরিচালনা করে, ৬জনকে ১৫দিনের কারাদণ্ড ও ৫জনকে ৫হাজার টাকা করে জরিমানা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, চৌহালী উপজেলার বালিয়া সিংগুলি গ্রামের ওমর মোল্লার ছেলে মোঃ শেরে বাংলা (২৫), চালুহারা গ্রামের সাগর আলী শেখ এর ছেলে মনিরুল ইসলাম (৪০), মোঃ সিরাজুল ইসলামের ছেলে মোঃ স্বপন (২৫), শাহজাদপুর উপজেলার বড় চানতারা গ্রামের মোঃ রফিকুল ইসলামের ছেলে মোঃ সবুজ (২৭), ও মোঃ সজিব (৩২), টাঙ্গাইল সদর উপজেলার রশিদপুর গ্রামের জহুরুল ইসলামের ছেলে নুরুন্নবী (২৫)।

এছাড়াও ঢাকার ধামরাই উপজেলার কাইজার কন্দ গ্রামের ফজর আলীর ছেলে আসাদুল ইসলাম (২০), চৌহালী উপজেলার শৈলজানা গ্রামের উসমান মন্ডলের ছেলে মোঃ ইয়ামিন (২৫), চালুহারা গ্রামের ইউসুফ আলীর ছেলে মোঃ শাহীন মিয়া (১৮), দক্ষিন খাষকাউলিয়া গ্রামের ইউসুফ আলীর ছেলে হাফিজুল ইসলাম (৪৫), মিটুয়ানি গ্রামের চানমিয়া বেপারীর ছেলে বাবু মিয়া (৪০) কে ৫হাজার টাকা করে জরিমানা করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও সংবাদ