আঃ রহিম (রংপুর প্রতিনিধি)
রংপুরের তারাগঞ্জ উপজেলা পরিষদের টানা পর পর তৃতীয়বারের মত বিপুল ভোটে চেয়ারম্যান নিবার্চিত ও আওয়ামীলীগ নেতা আনিছুর রহমান লিটন, চেয়ারম্যান হিসাবে শপথ নিয়েছেন।
উপজেলা চেয়ারম্যান আনিছুর রহমান লিটন তারাগঞ্জ উপজেলা বাসীকে সঙ্গে নিয়ে উপজেলা পরিষদে আসেন। চেয়ারম্যান আনিছুর রহমান লিটন সাংবাদিককে বলেন, তারাগঞ্জ উপজেলার মানুষ আমাকে ভালোবাসে। তারা নিজেদের আমানত ভোট দিয়ে তৃতীয় বারের মত আমাকে বিজয়ী করেছে। আমি যে ভাবে তাদের পাশে থেকে কাজ করেছিলাম এখনো তাই করবো। এ জয় আমার একার নয়, এই জয় তারাগঞ্জ উপজেলা বাসির। এ জয়ের মাধ্যমে আমি মানুষের কল্যাণময় কাজের জন্য নিজেকে বিলিয়ে দিতে চাই।