মোঃরাজু মিয়া সোহাগ রংপুর ব্যুরোঃ
নীলফামারী জেলার ডিমলা উপজেলায় ডোমার-ডিমলা ফরেস্টে বর্ষা মনি নামের এক নারীর গলায় রশি লাগানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে ২১ ই ডিসেম্বর ২০২৪ ইং শনিবার সকালে।খবর পেয়ে ঘটনাস্থলে ডোমার ও ডিমলা থানার পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ডোমার থানায় নিয়ে যায়।
বর্ষা মনি ডোমার উপজেলার মেলাপাঙ্গা গ্রামের দুলা মিয়ার কন্যা।জানা যায়, ডিমলা উপজেলাধীন নাউতারা গ্রামের সাদ্দাম হোসেনের সাথে তার বিবাহ হয় এবং তিনি দুই সন্তানের জননী।প্রায় ২/৩ মাস যাবত বর্ষা মনি তার পিতার বাড়ীতে অবস্থান করেন।এ বিষয় ডিমলা থানার ওসি ফজলে এলাহী সংবাদকর্মীকে বলেন, মরদেহ ডোমার থানাধীন হওয়ায় আমরা ডোমার থানায় হস্তান্তর করি।