প্রয়াত আলতাফ হোসেনের রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত।
পাভেল ইসলাম মিমুল স্টাফ রিপোর্টারঃ
দীর্ঘ ৪৩ বছর থেকে সাংবাদিকদের অধিকার আদায়ের সাংবাদিক সংগঠন জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও অনুবাদক প্রথিতযশা সাংবাদিক মরহুম মুহাম্মদ আলতাফ হোসেনের স্মরনে স্মরনসভা,দোয়া মাহফিলের মাধ্যমে জাতীয় সাংবাদিক সংস্থা তানোর উপজেলা শাখা কর্য়োলয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বাদ আসর তানোর থানা মোড়স্থ “সৈনিক প্লাজায়” জাতীয় সাংবাদিক সংস্থা তানোর উপজেলা কার্যালয়ে এই দোয়া মাহফিল ও শুভ উদ্বোধনের আয়োজন করা হয়।
উক্ত দোয়া মাহফিল ও শুভ উদ্বোধনের শুরুতে মরহুম মুহাম্মদ আলতাফ হোসেনের স্মরনে দাড়িয়ে এক মিনিট নিরাবতা পালন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় সাংবাদিক সংস্থা তানোর উপজেলা শাখার সভাপতি জাকির হোসেন (টুটুল) এর সভাপতিত্বে ও সহ-সভাপতি তানজুর রহমান তানজের এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা তানোর উপজেলা শাখার সাবেক সভাপতি,বিশিষ্ট কলামিস্ট ও সিনিয়র সাংবাদিক (দৈনিক যুগান্তর) ইমরান হোসেন,আব্দুল মালেক,বিশিষ্ট সমাজ সেবক ও ব্যাবসায়ি তানোর রাজশাহী হাবিবুর রহমান,সাবেক কাউন্সিলর ৫ নং ওয়ার্ড তানোর পৌরসভা।
উক্ত স্বরণসভা,দোয়া মাহফিল ও শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থকে দিকনির্দেশনা মূলক বক্তব্য পেশ ও তানোর উপজেলা শাখা কার্যালয়ের শুভ উদ্বোধন করেন,জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটির আহবায়ক নুরে ইসলাম মিলন।
এ সময় জাতীয় সাংবাদিক সংস্থার রাজশাহী বিভাগের সদস্য সচিব (সাবেক সাধারণ সম্পাদক) ফয়সাল আজম অপুসহ অন্যান্য বক্তারা প্রবীণ বর্ষীয়ান সাংবাদিক নেতা মরহুম মুহাম্মদ আলতাফ হোসেনের জীবনী নিয়ে আলোচনা করেন।
জাতীয় সাংবাদিক সংস্থার রাজশাহী বিভাগীয় আহবায়ক নূরে ইসলাম মিলন বলেন,প্রবীণ বর্ষীয়ান সাংবাদিক নেতা মুহাম্মদ আলতাফ হোসেন হাজারো সাংবাদিকদের নেতা তৈরি করেছেন। বাংলাদেশের প্রতিটি জেলা,উপজেলায় জাতীয় সাংবাদিক সংস্থার কমিটি রয়েছে। তিনি ১৯৭০ সালে সাংবাদিকতাকে পেশা হিসেবে গ্রহণ করে বিগত ৫৪ বছরে দৈনিক আজাদ,দৈনিক গণকণ্ঠ,দৈনিক জনতা, দৈনিক সমাজ,দৈনিক ইনকিলাব সহ বিভিন্ন পত্রিকায় বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
১৯৭০ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ বেতারের বাংলা সংবাদ বিভাগে কাজ করেন। তাছাড়া বেতারে বিভিন্ন কথিকা ও সংবাদ পর্যালোচনা লিখেছেন দীর্ঘদিন। তিনি অবিভক্ত ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য ছিলেন। তিনি নজরুল একাডেমীসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছেন। তার উদ্যোগেই ১৯৮২ সালের ১২ই ফেব্রুয়ারি দেশের সর্বস্তরের সাংবাদিকদের একক সংগঠন জাতীয় সাংবাদিক সংস্থা প্রতিষ্ঠা লাভ করে। বিভিন্ন সংবাদপত্র ও ম্যাগাজিনে তার বহু প্রবন্ধ,গল্প,কবিতা ও নিবন্ধন প্রকাশিত হয়েছে। তিনি দেশের অন্যতম আন্তর্জাতিক বিশ্লেষক হিসেবে পরিচিত। ১৯৭৩ সাল থেকে তিনি আন্তর্জাতিক বিষয়ে নিয়মিত পর্যালোচনামূলক লেখা লিখে আসছেন এবং একজন সাংবাদিকদের সফল অভিভাবক ছিলেন তিনি।
জাতীয় সাংবাদিক সংস্থার রাজশাহী বিভাগীয় কমিটির আহ্বায়ক,নুরে ইসলাম মিলন,জাকির হোসেন (টুটুল)কে জাতীয় সাংবাদিক সংস্থা,তানোর উপজেলা শাখার সভাপতি ও সানাউল্লাহ স্বপন,কে সাধারণ সম্পাদক উল্লেখ করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেন এবং কেক কেটে শুভ উদ্বোধন করেন।
আলোচনা শেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন,পেশ ইমাম তানোর থানা মসজিদ। মিলাদ ও দোয়া শেষে তোবারক বিতরণ করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন,জাতীয় সাংবাদিক সংস্থা তানোর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম বাবু,মহিলা বিষয়ক সম্পাদিকা নাজিরা বিবি,অর্থ বিষয়ক সম্পাদক শামীম আক্তার,দপ্তর সম্পাদক, সিরাজুল ইসলাম রনি,প্রচার সম্পাদক এমদাদুল হক, সদস্য মোফাজ্জল চৌধুরী,রাকিবুল ইসলাম মিঠু,নাজমুল হক,মোস্তাফিজুর রহমান,আশরাফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।