আবু মোঃ শোয়েব ডন (টাংগাইল প্রতিনিধি)
জমি সংক্রান্ত জের ধরে টাংগাইলের ঘাটাইলে প্রতি পক্ষের হামলায় ২জন আহত হয়েছে। ২৯ জুন বেলা ১১টায় উপজেলার ধলাপাড়া ইউনিয়নের কোনাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত মোঃ বাবুল হোসেন (৫০) ফজলুল হক (৭০) কে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।
আহত মোঃ বাবুল হোসেন বাদী হয়ে ২ জনের বিরুদ্ধে ঘাটাইল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বাদীর লিখিত অভিযোগ থেকে জানাযায় একই এলাকার মোঃ শফিকুল ইসলামের সাথে বেশ কিছু দিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে।
আমার বাড়ী ভিটা বুঝিয়ে না দিয়ে পুকুর বুঝিয়ে দেয়, তাদের প্রস্তবে আমি রাজি হই। রাজি হওয়ার পরও শফিকুল ইসলাম জোরপূর্বক পুকুরে মাছের পোনা ছাড়তে আসে আমি ও আমার ভাই বাঁধা দিলে আমাদের উপর হামলা চালিয়ে বেধড়ক মারপিট করে।
এ সময় আশপাশের লোক জন বাবুলের ডাক চিৎকারের শব্দ পেয়ে এগিয়ে আসতে দেখলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে।
এ বিষয়ে স্থানীয় ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক মোঃ রিপন হোসেন জানান দুলাল মাষ্টার এলাকার নিরীহ মানুষের উপর অন্যায় অত্যাচার করে । কিছু দিন পূর্বে একশত বছর উর্ধে কালা মিয়া কে পিটিয়েছে। তিনি নারীদের উপর হাত তুলতে ও দ্বিধাবোধ করেনা। পাওনা টাকা চাইতে গেলে সাইফুল ইসলাম এর স্ত্রী কে মারপিট করে, তার অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ।
তদন্ত কর্মকর্তা ধলাপাড়া পুলিশ ফাঁড়ি ইন্সপেক্টর আব্দুল কুদ্দুস মুঠোফোনে জানান অভিযোগ পেয়েছি তদন্ত করে ওসি স্যার কে জানাব ঘটনার সততা প্রমাণিত হইলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।