মোঃ আলমগীর মোল্লা (কালিগঞ্জ প্রতিনিধি)
গাজীপুরের কালীগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন থানা, পৌর ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ। শুক্রবার (১৬ আগষ্ট) বাদ মাগরীব কালীগঞ্জ থানা বিএনপির জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা, থানা বিএনপির সহ-সভাপতি মো. মোর্শেদ আলম মিন্টু, সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ মৃধা, সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান খান লাভলু, থানা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম ও পৌর বিএনপির সহ-সভাপতি খোরশেদ আলম কাজল এর নেতৃত্বে বিভিন্ন ইউনিয়নে সাধারণ মানুষের সাথে মতবিনিময় শেষে, কালীগঞ্জ প্রেস ক্লাব কার্যালয়ে স্থাণীয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন।
এর পূর্বে থানা, পৌর ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ উপজেলার বিভিন্ন ইউনিয়নে সাধারণ মানুষের সাথে গণসংযোগ শেষে বাদ আছর কালীগঞ্জ বাজার মদিনাতুল মনোয়ারা কেন্দ্রীয় জামে মসজিদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের, বিদেহী আত্মার মাগফিরাত ও আহতদের জন্য সুস্থ্তা কামনা করে পবিত্র মিলাদ ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। এ সময় নেতৃবৃন্দ বলেন, আমরা দীর্ঘদিন যাবৎ কথা বলতে পারিনি। আমাদের কথা বলার স্বাধীনতা ছিল না। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে সুন্দর কালীগঞ্জ বিনির্মানে সকলের সার্বিক সহযোগীতা কামনা করি।
এ সময় অন্যান্যের মাঝে কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. ইব্রাহিম খন্দকার, কালীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আল-আমিন দেওয়ান, এশিয়ান টেলিভিশন ও দৈনিক কালবেলা কালীগঞ্জ প্রতিনিধি মো. মুজিবুর রহমান, দৈনিক নতুন ভোর প্রতিনিধি মো. লোকমান হোসেন পনির, দৈনিক জনবাণী প্রতিনিধি মো. রায়হান, দৈনিক আলোর জগৎ প্রতিনিধি মো. পনির খন্দকার, সাংবাদিক শাহ্ নেওয়াজ, দৈনিক তৃতীয় মাত্রা প্রতিনিধি মো. আসাদুজ্জামান নুর, দৈনিক চৌকস স্টাফ রিপোর্টার মোঃ আলমগীর মোল্লা,উপস্থিত ছিলেন।
এ সময় কালীগঞ্জ উপজেলা, পৌর, বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।