কবিতায় গল্প
হাফসা মনি।✍️
আসো- বসো।
নরম সবুজ ঘাসে। হারাইওনা আবেশে।
মুগ্ধ হয়ে চেয়ে রও, আমারি পরশে।
আমি হারাই ক্ষণিক আবেশে।
দেখও পরন্ত বিকেল, আকাশে মেঘের ভেলা।
বাতাসটা কি মিহি সুরে বইছে।
তোমায় কি ছুয়ে যায়?
আমায় তো নিয়ে যায়,তোমার কাছে।
তুমি তো জানো প্রকৃতি আমার কত ভাললাগে।
কত ভালবাসি আমি তার অপরূপ কে।
এমন আবেশে, মন জুরে গল্প আসে।
কত গল্প আনন্দ – বেদনার।
গল্পের ঝুলি ছিড়েঁ যায় গল্প ভারে।
একটা গল্প বলি শোনো।
কান পেতে আমার তরে।
হুম বলো।
এটা কি গল্প শুনালে?
কেনও আমাকে করা তোমার অবিশ্বাসের গল্প।
দেখও অপর পৃষ্ঠাতেই আছে
আমার বিশ্বাস ভাঙার গল্প।
পরের পাতাটা দেখও,
শুধু তোমাকে ভালবাসার আর ভরসার গল্প।
শেষ পাতার আগের পাতা টা দেখও,
দেখও কত স্বপ্ন।
শেষ পৃষ্ঠার আগের পৃষ্ঠা দেখও
কত টা বিদ্ধস্ত স্বপ্নের গল্প গুলো।
শেষ পাতাটা দেখও— শুধু কল্পনার গল্প।
হলো গল্পের অবসান।
জেগে রইলো কল্পনার গল্প গুলো।
এ যেন এক মহা গদ্যের রুপ নেবে।
আমৃত্যু চলে যাবে।
নিত্য নতুন গল্প হবে।
গল্পের ঝুলিতে।
সাহিত্য কথা