মোঃশহিদুল্লাহ আল আজাদ খুলনা প্রতিনিধিঃ
শিক্ষা ও সাংস্কৃতি জীবনের সুন্দর পথ প্রদর্শন করে এই প্রতিপাদ্য নিয়ে ২০১৮ সাল থেকে এগিয়ে চলছে সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন শেখ ছখিনা খয়বার শিল্পীগোষ্ঠী বেতার শ্রোতা সংঘ. নিবন্ধন নং- (#১০২.৪৭.০১.১২০) বাংলাদেশ বেতার, খুলনা। কিসমত খুলনা, নৈহাটি শ্রীরামপুর, রূপসা, খুলনা৷ এদিকে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশ ও বিদেশের সকল ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বোনদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সাথে ঈদ মোবারক জানিয়েছেন।
প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতিঃ মোঃ শেখ শহিদুল্লাহ্ আল আজাদ. সহ প্রতিষ্ঠানের দ্বায়িত্বরত সকল সদস্যবৃন্দ। এ্যাডঃ এস এম মোস্তাফিজুর রহমান মোশতাক, রাজু আহমেদ খান শহিদ, মোঃ খবীরুদ্দীন, এস এম আসাদুজ্জামান, ওমার ফারুক রাসেল, জান্নাতুল শহীদ মীম, মোসাঃ সুমাইয়া শহীদ, জি এম রাকিব হোসেন, হাফিজুর রহমান, ইব্রাহিম খাঁ, মোঃ রবিউল ইসলাম, হাফেজ আবদুল্লাহ্ বিন আবজাল, নুসাইব বীন শহিদুল ফরাজি, মোঃ মোশাররফ শেখ ইশারাত, মাহাদী হাসান রিয়াদ, হাফেজ আল হেলাল, মোঃ রেজাউল ইসলাম, মোঃ সাইদুল ইসলাম, সাকিব হোসেন রাজ, তামান্না আক্তার বৈশাখী, সুরাইয়া রহমান তুষা, মোঃ আসাদুল্লাহ সিয়াম, সাকিবুল ইসলাম, মোঃ মোয়াজ মাহমুদ, মোঃ আছাদুল শেখ প্রমুখ।