ধনবাড়ী উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান সবুজ তালুকদারকে গণ সংবর্ধনা
সৈয়দ সাজন আহমেদ রাজু: ধনবাড়ী(টাঙ্গাইল)প্রতিনিধি:
টাঙ্গাইলের ধনবাড়ীতে নব নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান ,উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুল ওয়াদুদ তালুকদার সবুজকে গণ সংবর্ধনা দেয়ে উপজেলা বাসী। মঙ্গলবার(৪ জুন২৪) বিকেলে মধুপুর থেকে আব্দুল ওয়াদুদ তালুকদার সবুজকে ফুলেল শুভেচ্ছা জানান নেতাকর্মী ও তার কর্মী সমর্থকরা।
পরে হাজার ,হাজার মোটর সাইকেলের বিশাল বহর নিয়ে মধুপুর থেকে ঢাকা—টাঙ্গাইল—জামালপুর মহাসড়ক প্রদক্ষিণ শেষে ধনবাড়ী সরকারী নওয়াব ইনস্টিটিউশন মাঠে বিশাল গণ সংর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ তালুকদার সবুজ, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ—কমিটির নেতা মোঃ মাসুদ রানা, স্থানীয় আওয়ামী লীগ নেতা মোঃ আব্দুল আজিজ, আব্দুল মান্নান সহ অন্যান্যরা।
এসময় নব নির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান আবু তালেব মুকুল, মহিলা ভাইস চেয়ারম্যান কল্পনা বেগম ও উপজেলা, পৌর এলাকাসহ বিভিন্ন এলাকার কয়েক হাজার নেতা,কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।