“আরজি”
✍️সামসাদ ময়না
দিবসও রজনী ভেবে মরি আমি,ওপাড়ের তরে তরী দিতে হবে পাড়ি।
যেতে হবে মোর মিছে মায়া ছাড়ি, ভবলীলা সব সাঙ্গ করি!
তোমারই দ্বারে ফিরে যাব আমি, তোমারই তরে প্রার্থনা,
হে প্রভু তুমি, মম ভুলত্রুটি করো মার্জনা!
হে প্রভু, আমি এক অধম গোনাহগার তোমারই করুনা প্রার্থনা করে যাই,
তুমি ছাড়া কোনো সাহায্য চাইবার অন্যতর কোনো পথ জানা নাই।
ক্লান্তি লগনে তোমারই আরশে, নিজেকে দিতে চাই সঁপে,
হে প্রভু, ক্ষমিও যত দোষ ত্রুটি, তুমি ঠাঁই দিও তব এক কোণে।
মাটির তনুখানি মিলায়ে যাবে, মাটিরও পরশ পেলে।
প্রার্থনা মম কবুল করিও, ভুবন হতে মুছে দিও মোর সকল দুঃখ গ্লানিখানি।
যাতনা না দিও হে প্রভু, দেহত্যাগ হলে পড়ে।
তোমারই নির্মল ব্যজন প্রভু মাখিয়ে দিও মম তনুমনে।
স্বজন -প্রিয়জন আত্মজ ও জনক- জননী,
কাঁদিবে ক্ষণিক মোর শোকাবহে, পাথর চাপায়ে বুকে!
খানিক গেলেই ভুলে যাবে সবে, মুছে দিবে মম স্মৃতি।
তুমি ছাড়া বলো কে আছে আমার এ বিশ্ব ভুবনে।
তুমি আছো প্রভু, তুমি রবে প্রভু, মোর হৃদয় গহীনে।