✍️হাফসা মনি
কিছুই আর আগের মতো নেই।
কেমন জানি বদলে গেছে তোমার আমার শহর।
এই শহরেই গুনতে তুমি,
আমার অপেক্ষার প্রহর।
সময় কেমন বদলে যায় ধরনীর তরে।
তুমিও কেমন বদলে গেলে সময়ের বিভোরে।
আমি শুধু একাই রয়ে গেলাম।
অতীত সময়ের তরে।
তুমি কেবল বর্তমান, আমি কেবল অতীত।
আমার ভালবাসা, সমুদ্রের ঢেউ গুলোর প্রতীক।
সময় কেমন বদলে যায়।
সমুদ্রের ঢেউ গুলো ঠিকই রয়।
রয়না শুধু মানুষ।
তেমনি করে রয়ে যায় মায়ায়,মায়ায় ভালবাসা।
সময় কেবল বয়ে যায়, থাকে শুধুই নিরাশা।