মার্জেনা চৌধুরী
মানুষ খুজেছি
বুঝেছিলাম হয়ত তুমিই সেই ,
পথের পথে অচেনা সম্পর্ক
মিথ্যার মাঝে আর বেঁচে নেই !
জোনাকি পেটে চাঁদটিই আমার
চলে গেল ঋণের অন্ধকারে ,
আমি চেয়েছিলাম হাসনাহেনা
তোমাকে মাখবো বারেবারে!
ছুরি রাখা ফলের ঝুড়িতে দেখি
আমার হৃৎপিণ্ড রক্তে ভেঁজা,
এ কেমন আমি আমার ঘরে
নিজের গন্ডিতে মস্ত এক বোঝা !
তুমি নেই ——
এসেছিলে প্রতিহিংসায়
এবার যাও প্রয়োজন হলে এসো
এভাবে নয় অসীম সততায় !