“ব্যাস্ততা”
——–সামসাদ ✍️
এ ব্যাস্ত শহরে প্রিয়জন আছে, প্রয়োজনে কেউ পাশে থাকেনা!
ঝড় বাদলে ব্যাস্ত সময় কেউ কারও খোঁজ খবর রাখেনা!
কাটছে সময় উটকো কাজে, রাত জেগে ভোর হলো শেষে,
টলছি আমি বিভোর হয়ে ঝড়ের তান্ডবে!
এক নিমেষেই লন্ডভন্ড সব ঝড় তুফানে!
মন খারাপের এ শহরে কেউতো কারও নয়!
প্রয়োজনে সবে প্রিয়জন হয় ব্যাস্ত ঠিকানায়!