*আমি হারিয়ে যেতে চাই*
এস.জে.বি হাফসা মনি✍️
আমি হারিয়ে যেতে চাই
সাদা মেঘের ভেলায়।
কিন্তু মেঘ কি নিবে আমায়?
মনুষ্য এ জীবন পাপে পূর্ন।
তারি দন্ডে হৃদয় চূর্ণ।
কখনো তা জল
আঁখি ছল ছল।
কখনো বা দীর্ঘ শ্বাস রুপে
আসে সে পৃথিবীর বুকে।
পৃথিবীর বাতাস
আজি হলো ভারি।
আমি কলঙ্কীনী রাধা। তবু,
তার বুকেতেই গুমরে মরি।
মেঘ ভাসে বাতাসে
নিবিড় ওই আকাশে।
আমি তারি মাঝে যেতে চাই
কিন্তু মেঘ কি নিবে আমায়?
…… সাহিত্য কথা