যদি এমন কোনো ইরেজার থাকতো, জীবনের গল্পগুলো মুছে নতুন করে লিখে নিতাম! যেমন ইচ্ছে সাজিয়ে নিতাম! শৈশব কৈশোর ভীষণ সুন্দর ছিল! চলতে চলতে জীবনটা বড্ড কঠিন হয়ে যাচ্ছে! কি পেয়েছি আর কি পাইনি এর হিসেব কষতে গিয়ে দেখি জীবনে শুধু বিয়োগের সংখ্যাটাই বেশি! বড্ড অভিমানের বোঝা এই ছোট্ট পথচলায়! অভিমান জমতে জমতে পাহাড় সমান হয়ে গিয়েছে! ধৈর্য্যও বেড়েছে বৈকি! বয়স বাড়ছে উপলব্ধি ও বাড়ছে! বৃদ্ধ হচ্ছি! হঠাৎ একদিন হাজারো অভিমান নিয়ে হারিয়ে যাব ঐ অনন্তকালের গন্তব্যে! একটা জীবন শুধু এসব ভেবেই কেটে যাচ্ছে……..
……………….
উপলব্ধির ভাষা