আঃ রহিম রংপুর প্রতিনিধিঃ
রংপুর সদর উপজেলার, ৫নং খলেয়া ইউনিয়ন পরিষদের স্বজনপ্রিতি ও দুর্নীতি না থাকায় পাল্টে গেছে ইউনিয়ন পরিষদের চিত্র ৷ ৫নং খলেয়া ইউনিয়ন পরিষদের সেবার মান, চেয়ারম্যান, মেম্বার,গ্রাম পুলিশের ব্যবহার দেখে খুবই খুশি ইউনিয়ন বাসী ৷ ৫নং খলেয়া ইউনিয়নপরিষদ চেয়ারম্যান জনাব মোঃ মোত্তালেবুল হক প্রতিনিধিকে বলে আমি চেয়ারম্যান হবার পরে সচিব, মেম্বার, গ্রামপুলিশ কে বলে দিয়েছি খলেয়া ইউনিয়ন পরিষদে কোনও প্রকার অনিয়ম করা চলবেনা ।
সরেজমিনে গিয়ে দেখা যায় ৫নং খলেয়া ইউনিয়ন পরিষদের ভিতরে লাগানো হয়েছে সুন্দর সুন্দর ফুল, ফলের গাছ ও বসার সিট । চেয়ারম্যান মোত্তালেবুল হক নিজের উদ্যেগে পরিষদের ভিতরে সুন্দর সুন্দর ফুল, ফলের গাছ ও বসার সিট করায় পাল্টে গেছে ইউনিয়ন পরিষদের চিত্র। ৫নং খলেয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ মোত্তালেবুল হক বলেন আমি নয়টি ওয়ার্ডে মাইকিন করে বিধবা ভাতা, বয়স্ক ভাতাসহ সরকারের সকল ভাতার ইউনিয়নবাসীকে দিয়ে আসতেছি।
খলেয়া ইউনিয়নের নয়টি ওয়ার্ডে কালভার্ট, জলাবদ্বা নিরসন, ড্রেনেজ ব্যবস্থা, কাঁচা রাস্তা পাকাকরণ, ইটের সলিং সংস্কারসহ বিভিন্ন উন্নয়ন মুলক কাজ করে আসতেছেন চেয়ারম্যান মোত্তালেবুল হক। ইতিমধ্যে ৫নং খলেয়া ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেবা জন্ম নিবন্ধন, জন্ম ও মৃত্যু সনদ,বিভিন্ন প্রত্যায়ন, অনলাইনে ভোটারের আবেদন, বিভিন্ন ভাতা ভোগীদের নিবন্ধনসহ বিভিন্ন কার্যক্রম পরিষদে বসেই এসব ডিজিটাল সেবা পাচ্ছেন এলাকাবাসী।
ইউনিয়ন পরিষদের মাধ্যমে হাতের কাছে এই নাগরিক সেবা পেয়ে উপকৃত হচ্ছেন ইউনিয়নবাসী। আর এসব সেবামূলক কার্যক্রমের মাধ্যমে পাল্টে গেছে ইউনিয়নটির চিত্র। চেয়ারম্যান মোত্তালেবুল হক ব্যক্তিগত তহবিল থেকে অর্ধ শতাধিক অসহায় মানুষদের আর্থিক সাহায্য দিয়ে আসতেছেন।
চেয়ারম্যান মোত্তালেবুল হক সাংবাদিককে জানান ৫নং খলেয়া ইউনিয়ন পরিষদের সকল জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।
খলেয়া ইউনিয়নের জনসাধারণ এখন পরিষদের এসে নির্ভয়ে মন খুলে তাদের সমস্যার কথা চেয়ারম্যান মোত্তালেবুল হক এর কাছে বলতেছেন, কথা শুনে তাৎক্ষণিক সমাধান দেয়া হচ্ছে কিংবা দ্রুত ব্যবস্থা নেয়া হচ্ছে।
তিনি আরও জানান, প্রশাসন ও ইউনিয়নবাসীর সহযোগিতা পেলে খলেয়া ইউনিয়ন পরিষদেকে একটি আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান চেয়ারম্যান মোত্তালেবুল হক।