টাঙ্গাইলের দেলদুয়ারে চট্টগ্রামে মসজিদে হামলা ও এডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা এবং রাষ্ট্রদ্রোহী সংগঠন “ইসকন” নিষিদ্ধের দাবিতে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আল ইহসান যুব পরিষদের আয়োজনে এবং দেশ প্রেমিক তাওহীদি জনতার ব্যানারে এ প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করা হয়।
অনুষ্ঠিত প্রতিবাদ সভায় মাওলানা সোলাইমান রিয়াজীর সভাপতিত্বে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা কওমি ওলামা পরিষদের সহ-সভাপতি মাওলানা আলী আজম খান, জেলা জামায়াত নেতা মির্জা রাশেদুল ইসলাম জুয়েল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর জিএম শফিউর রহমান , উপজেলা প্রশাসন জামে মসজিদের খতিব মুফতি আসাদুল্লাহ্ খান, আরমৈষ্টা মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা আব্দুল কাইয়ূম, ইমাম সমিতির সাধারণ সম্পাদক হাফেজ আব্দুল আলীম, আল ইহসান যুব পরিষদের সহ-সভাপতি মুফতি আব্দুল কাদের মাহমুদ, হাফেজ মাওলানা মামুনুল হক, এম.তারিকুল ইসলাম তাহের, হাফেজ মাওলানা আসলাম খান, মুফতি আশরাফ আলী, উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মো.আব্দুল আলীম মিয়া, হাফেজ মাওলানা ফরিদুল ইসলাম, ছাত্র প্রতিনিধি সামিউল ইসলাম প্রমুখ।
এসময় বক্তারা অন্তবর্তীকালীন সরকারের কাছে এডভোকেট আলিফকে নৃশংসভাবে হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ও রাষ্ট্রদ্রোহী সংগঠন ইসকনকে নিষিদ্ধের দাবি জানান।