আনোয়ার হোসেন স্টাফ রিপোর্টারঃ
দুইবছর যাবৎ থেলাসেমিয়া রোগে আক্রান্ত শিবগঞ্জ উপজেলা বৈষম্য বিরূধি শিক্ষার্থী প্রতিনিধি সুমাইয়া । প্রতি মাসে শরীরে রক্ত দিতে হয়।কোনো মাসে দুই ব্যাগ কোনো মাসে তিন ব্যাগ রক্ত লাগে তার।এছাড়াও চিকিৎসা বাবদ অনেক টাকা খরজ হয় তার পিছনে।
সংসারে আয়ের মোট টাকা তার পিছনেই ব্যায় হয়। হটাৎ তার অসুস্থতা বৃদ্ধি হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল এ ভর্তি হয় এবং চারদিন চার রাত অক্সিজেন দিয়ে রাখা হয় তাকে।এমতাবস্থায় বাংলাদেশের ডক্টর উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাহিরে যেতে বলে।
কিন্তু এতদিন বাংলাদেশ এ চিকিৎসা করে তার পরিবারের আয়ের সব টাকা তার পিছনে খরজ হয় ফলে বাহিরের দেশে উন্নত চিকিৎসা করা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। এমতবস্থায় যে যার সাধ্য মতো টাকা দিয়ে তাকে সাহায্য করুন যাতে সে উন্নত চিকিৎসা নিয়ে দেশে ফিরতে পারে।
যে নাম্বার এ টাকা দিয়ে সাহায্য করবেনঃ
নাম্বারঃ০১৭১৭৮৫১৭০৬(পারসোনাল)