মোঃরাজু মিয়া সোহাগ নীলফামারী জেলা প্রতিনিধিঃ
রাষ্ট্রপক্ষের আইনজীবী এ্যাডভোকেট সাইফুল ইসলামকে নির্মম ভাবে হত্যার দায়ে সন্ত্রাসী সংগঠন ইসকন নিষিদ্ধকরণ ও সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবীতে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ জলঢাকার কৈমারীতে অনুষ্ঠিত হয়েছে।
বিএনপি,জামায়াত,গণঅধিকার পরিষদ সহ সকল অঙ্গসংগঠন ও ছাত্র জনতার সার্বিক আয়োজনে গতকাল বুধবার ২৭শে নভেম্বর সন্ধা ৬.৩০মিনিটে কৈমারী বাজার জামে মসজিদ থেকে একটি বিক্ষোভ প্রতিবাদ মিছিল বের হয় এবং বিক্ষোভ র্যালিটি কৈমারীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জিড়ো পয়েন্ড মোড়ে এসে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।
উক্ত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন কৈমারী বাজার জামে মসজিদের খতিব মুফতি মাওলানা মনিরুজ্জামান। যুবদলের আহ্বায়ক মামুনুর রশীদ মান্দু সহ ছাত্রদের পক্ষে ফারুক। উক্ত প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশে বক্তৃতায় বক্তারা বলেন, ভারতি আগ্রাসি সন্ত্রাসী দল ইসকন কর্তৃক চট্টগ্রামের রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলামকে সন্ত্রাসী কায়দায় হামলা করে তার মৃত্যু নিশ্চিত করেছে।
আমরা এ সন্ত্রাসী সংগঠন ইসকন নিষিদ্ধসহ এ হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি দেওয়ার আহবান জানাচ্ছি ।
তা না হলে বাংলাদেশের সকল দলিও লোক একতাবদ্ধ হয়ে দেশের সর্বস্তরের জনগনকে সঙ্গে নিয়ে বৃহৎ আন্দোলন বাস্তবায়ন করা হবে।