💞তোমারই অপেক্ষায়💞
“সামসাদ ময়না”
আকাশে আজ মেঘের আলিঙ্গন
বাইরে বইছে কাল বৈশাখের মৃদুমন্দ সমীরণ!
আমার আমিত্ব রাতজাগা পাখিদের মতো বৃষ্টিকে একটু ছু্ঁয়ে দেখবার জন্য ব্যাকুল হয়ে অপেক্ষা করছে!
কিন্তু প্রকৃতি বড্ড নারাজ, ক্ষুব্ধ, বিমুখ হে ধরিত্রী তোমার উপর!
আমি বরাবরই অভিমানী! খুব ক্লান্ত,অভিশ্রান্ত!
তোমার এ বৈরী আচরণে আমি রিক্ত!
আমার অতৃপ্ত আত্মা তোমার পরশ পেতে ছটফট করছে!
হে ধরিত্রী! মনে হচ্ছে তোমার সঙ্গে আমার জনম জনমের আড়ি!
এক পশলা বৃষ্টি,
আমি তোমার অপেক্ষায় ছিলাম, তুমি আজও আসলেনা!
———— একান্ত মনের খোরাক।