সুমাইয়া মোস্তাকিম (বগুড়া জেলা প্রতিনিধি)
১২ই নভেম্বর মঙ্গলবার বগুড়া জেলা শিবগঞ্জ উপজেলা নারায়নশহর দুই পাড়ায় ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। এক পক্ষে ছিলো নারায়নশহর পূর্বপাড়া এবং অপর পক্ষে ছিলো নারায়ন শহর উত্তর পাড়া। পূর্ব পাড়ার সমর্থকরা উত্তর পাড়ার মাহফিলে গিয়ে ভাংচুর করে।
পূর্ব পাড়ার মাহফিলের সমর্থকরা সফির মেম্বরের ইন্দনে, তার ছেলে রনি, জুলহক, সাগর, নূরজাম্মান, আমিনুল, সুমন, বক্কর, বারি, শামীম সহ অজ্ঞাত আরো অনেকেই দলবদ্ধ হয়ে উত্তর পাড়ার মাহফিলের গেট গভীর রাতে ভাংচুর করে।
তারা আগে থেকে দলগত ভাবে নানানরকম হুমকি এবং সংঘর্ষে জড়ানোর পায়েতারা চালায়। এরি ধারাবাহিকতায় ১২/১১/২৪ রোজ মঙ্গলবার রাতে এই হামলা কার্য চালায়। যা অত্যন্ত দৃষ্টিকটু এবং দণ্ডনীয় অপরাধ।