সামসাদ ময়না
কিছু কিছু মানুষ আছে, সে বুঝতেই পারেনা কোনটা মান আর কোনটা অভিমান! তাইতো এক তরফা মায়া তিলে তিলে নিঃস্ব করে দেয় অপর প্রান্তে থাকা মাানুষটাকে! সমীকরণ যেন মিলছেই না! কারও নিখাঁদ আন্তরিকতা আর মায়ায় পড়লে সেখান থেকে ফিরে আসা যায়না! ভালোবাসা ছেড়ে আসা যায় কিন্তু মায়া নয়! কারোর মায়ায় পড়লে হয় তাকে অনন্তকালের জন্য আগলে রাখতে হয়, না হয় নিজেকেই হারিয়ে ফেলতে হয়! কিছু সম্পর্ক দূর থেকেই বেশি আপন মনে হয়, কাছে আসলে আগ্রহ ম্লান হয়ে যায়! তেমনি কিছু কিছু আবেগ আর মায়া বুনোফুলের মতো!
বুনোফুল সে হোকনা যতই সুন্দর, তার কদর সহজেই কেউ করতে জানেনা! তাকে পরম যত্নে তুলে নিয়ে কখনোই ফুলদানিতে কেউ সাজিয়ে রাখেনা! বুনোফুলের সৌন্দর্য্য দূর থেকে শুধু গন্ধ আর মুগ্ধতা ছড়ায়!. বুনোফুলের মুগ্ধতায় আবেশ ছড়ায় শুধু বনের ঐ অলিরা! তাদের একান্ত ভালোবাসা বাসি চলে অনন্তকালজুড়ে! যে ভালোবাসা আর মায়া কখনোই হারাবার নয়!
আমি সেই বুনোফুল হয়ে দূর থেকে গন্ধ, সৌন্দর্য্য আর মুগ্ধতায় পরিপূর্ণ করতে চাই হেঁটে যাওয়া পথিকের হৃদয় ! আমার কাল্পনিক হৃদয় ছুঁয়ে দেখতে চায় পথিকের রেখে যাওয়া পদচিহ্ন! অন্তরালে হারিয়ে যাওয়া অস্তিত্বকে খুঁজে বেড়াই আপন মনে!
বুনোফুলের সৌন্দর্য্য কখনোই মলিন হয় না শুধু মায়া বাড়ায়!…..