মোঃ সবুজ খান
নাম মাহমুদা আক্তার পায়েল।ডাক নাম পায়েল।পায়েল ছোট বেলা থেকেই অনেক মেধাবী।তিন ভাই বোনের মধ্যে পায়েল বড় সন্তান। তিনি ২০২৪ সালে এসএসসি পরীক্ষায় বিএএফ শাহীন কলেজ হতে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে।ওই প্রতিষ্ঠান থেকে তাকে দেয়া হয়েছে সংবর্ধনাও।
পায়েলের বাড়ি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের উত্তর পেকুয়া এলাকায়।তিনি ওই এলাকার এমএম পারভেজের মেয়ে।তার বাবা একজন ব্যাবসায়ী,মা গৃহিণী।
পায়েল সহ তার পরিবারের ইচ্ছে,পায়েল দেশের একজন বড় আইনজীবী হয়ে সাধারণ মানুষের সেবা করবে।
পায়েল বলেন,আমার ছোট বেলা থেকেই স্বপ্ন আমি বড় একজন আইনজীবী হব।আমি সেই স্বপ্ন লালন-পালন করে যাচ্ছি।তাই আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন,আমি যেন আমার,বাবা-মার ও পরিবারের সেই স্বপ্ন পূরণ করতে পারি এবং সকল সাধারণ মানুষের সেবা করতে পারি।