আঃ রহিম (রংপুর প্রতিনিধি)
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা উৎযাপন উপলক্ষ্যে, রংপুর-দিনাজপুর মহাসড়কে চুরি, ছিনতাই, চাঁদাবাজি রোধে তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে, ব্যাপক তৎপরতা শুরু করেছেন থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাফিজুর রহমান।
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজাকে সামনে রেখে, মহাসড়কে যনজট মুক্ত ভাবে চলাচল, মহাসড়কে নিরাপত্তা করার লক্ষে কাজ করে যাচ্ছে তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ।
(ওসি) হাফিজুর রহমান বলেন, শারদীয় দূর্গাপূজা উপলক্ষে বিভিন্ন গন্তব্যে ছুটে চলা সাধারন মানুষ যাতে নির্ভয়ে সময় মত নিরাপদে পৌঁছাতে পারে সেদিকে দৃষ্টি রাখতেছি আমরা। উক্ত সড়কে অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান নিজে মহাসড়কে দাঁড়িয়ে থেকে যাত্রীদের খোঁজখবর নিচ্ছেন যেন কোন প্রকার চাঁদাবাজি না হয়।