আঃ রহিম (রংপুর প্রতিনিধি)
রংপুর কোতয়ালী সদর থানা পরিদর্শন করেন রংপুর জেলার সম্মানিত নবনিযুক্ত পুলিশ সুপার মোহাম্মদ শরীফ উদ্দিন। গতকাল পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ বজলুর রশিদ। অফিসার ইনচার্জ এর নেতৃত্বে থানার একটি চৌকষ দল পুলিশ সুপার মহোদয়কে গার্ড অব অনার প্রদান করেন।
পুলিশ সুপার কোতয়ালী সদর থানার অফিস, অস্ত্রাগার, ব্যারাক, মালাখানা পরিদর্শন করেন এবং অন্যান্য অফিসার ও ফোর্সদের সাথে বিভিন্ন বিষয়ে মত বিনিময় করেন। এলাকার আইনশৃংখলা ও জনগণের জানমাল রক্ষায় প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।
তিনি সকলকে সততা ও পেশাদারিত্ব নিয়ে পুলিশি সেবা প্রদানের জন্য নির্দেশ প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার, রংপুর। আরো উপস্থিত ছিলেন অত্র থানার সকল পুলিশগণ।