আবু শোয়েব ডন ঘাটাইল (টাংগাইল)প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ঘাটাইলে কাভার্ড ভ্যান-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মুন নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে। আজ দুপুরে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের বানিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মুন লাউয়াগ্রামের জুলফিকারের ছেলে ও ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। এ ঘটনায় তার দুই বন্ধু নয়ন ও জীবন আহত হয়েছে। তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘাটাইল থানার অফিসার ইনচার্জ সজল খান জানান, তিন বন্ধু মুন, নয়ন ও জীবন মোটরসাইকেলযোগে টিলাবাজার থেকে ঘাটাইল ফিরছিল। এসময় ঘাটাইল থেকে ছেড়ে আসা একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনজনই গুরুতর আহত হয়। পরে মুনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। নয়ন ও জীবনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজন।