মোঃ আতিক উল্লাহ চৌধুরী (চট্টগ্রাম প্রতিনিধি)
রাউজান সহ ফটিকছড়ি বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন ইউনিয়নে ত্রাণ সামগ্রী বিতরণ করছেন তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীরা। ত্রাণ সামগ্রী নিয়ে রাউজান, ফটিকছড়ি ইউনিয়নে পাড়ায় পাড়ায় গিয়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন তৃতীয় লিঙ্গ শিলা আকতার ও পুতুলী আকতার।
ফটিকছড়ি ও রাউজানের দুই শত পরিবারকে এান বিতরণ করেন শিলা আকতার ও পুতুলি আকতার তাদের টিম নিয়ে।
শিলা আকতার ও পুতুলী আকতার তারা রাউজানের বাসিন্দা, তারা বলেন, আপনারা নিজ নিজ ইউনিয়ন ওয়ার্ড ও পৌরসভায় যেখানে যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে, মানুষ আহারে কষ্ট পাচ্ছে, আপনারা উনাদের পাশে দাঁড়ান। বন্যা কবলিত অসহায় মানুষ যাতে কষ্ট না পায়। আমরা মানবতার সেবায় কাজ করে যাব।