এম বাদল খন্দকার (ব্রাক্ষনবাড়ীয়া প্রতিনিধি)
আখাউড়া, সুলতানপুর, সড়কের কোড্ডা কেবিন এলাকায় সিএনজি মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ২ মোটরসাইকেল আরোহী নিহত।
পরিচয় মিলেছে আখাউড়া সুলতানপুর কোড্ডা এলাকায় মৃত ২ মোটরসাইকেল আরোহীর, ২ জনের বাড়ী সদর উপজেলায়।ব্রাহ্মণনাড়ীয়ার সুলতানপুর, আখাউড়া মহাসড়কের কোড্ডা এলাকায় মোটরসাইকেল ও সিএনজির মধ্যে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল এর ২ আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছে। সিএনজিতে থাকা ৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছে।
নিহতরা হলেন, মোটরসাইকেল চালক সৌদি প্রবাসী মোঃ শাহিন চৌধুরী (৪৮), অন্যজন হলেন মোটরসাইকেল আরোহী মোঃ চঞ্চল মিয়া(৩৮), নিহত মোঃ শাহিন চৌধুরী ব্রাহ্মণবাড়ীয়া সদর উপজেলার নয়নপুর এলাকার বাসিন্দা মৃত বাচ্চু চৌধুরীর পুত্র। চঞ্চল মিয়া মধ্যপাড়া বর্ডারবাজার এলাকার শংকর মিয়ার পুত্র।