আঃ রহিম (রংপুর প্রতিনিধি)
রংপুর সদর উপজেলার সনাতন হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়ি পাহারা দিচ্ছেন স্থানীয় জামায়াত ও ছাত্রশিবির। জানা গেছে পাগলাপীরের হরিদেবপুর ইউনিয়নের ঠাকুরপাড়ার সনাতন হিন্দু ধর্মালম্বীদের পাড়া মহল্লায় মন্দির-মন্ডব সহ ধর্মীয় নানা উপাসনালয় গুলোতে স্থানীয় জামায়াত, ছাত্রশিবির ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে তাদের জান মালের নিরাপত্তার জন্য দিবারাত্রি পাহারার কার্যক্রম কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।
ফলে রংপুর সদর উপজেলার সনাতন হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন পাড়া মহল্লায় কোথাও কোন অপ্রতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সৌজন্য মূলক সাক্ষাতে সাংবাদিককে বলেন রংপুর জেলার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রকাশনা ও ট্রেড ইউনিয়ন সম্পাদকঃ মোঃ শাহাদাত মাজেদী বলেন আমরা ছাত্রশিবির সহ পাগলাপীরের ঠাকুরপাড়ার ও রংপুর সদর উপজেলার সনাতন হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়ি পাহারা দিয়ে আসতেছি।