বাবুল রানা (মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি)
মধুপুর পৌরশহরে পরিচ্ছন্নতা ও সড়কে শৃঙ্খলা রক্ষায় ট্রাফিক নিয়ন্ত্রণে সাধারণ শিক্ষার্থী, স্কাউট ও আনসারদের মাঝে নিজ উদ্যোগে দুপুরে খাবার বিতরণ করেন মধুপুর শিল্প ও বনিক সমিতির সাধারণ সম্পাদক, মোঃ মিনজুর রহমান তালুকদার নান্নু।
নতুন বাংলাদেশ বির্নিমাণের প্রত্যয় নিয়ে দেশব্যাপী পরিষ্কার-পরিছন্ন ও যানজট নিরসনে রাজপথে নেমে পড়েছেন শিক্ষার্থীরা। এরই ধারাবাহিকতায় মধুপুর বাসস্ট্যান্ড এলাকায় সাধারণ শিক্ষার্থী, স্কাউট ও আনসার সদস্যদের সমন্বয়ে জনদুর্ভোগ এড়াতে নিয়মিত ভাবে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছেন তারা।
দেশজুড়ে চলমান সংকটময় মুহূর্তে বাংলাদেশ পুলিশ সদস্যরা যখন কর্ম বিরতিতে আছেন ঠিক সেই মুহূর্তে শিক্ষার্থীদের এই ভূমিকায় খুশি সাধারণ মানুষ ও পথচারীরা।
সড়কে যানবাহন চলাচলে শৃঙ্খলা ফেরানোর পাশাপাশি ধ্বংসস্তুপ পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজ কিংবা রাত জেগে গুরুত্বপূর্ণ স্থাপনা পাহারার কাজে মুগ্ধ জনসাধারণ। নতুন প্রজন্মের হাতেই ঘুরে দাঁড়াবে বাংলাদেশ এমন প্রত্যাশা সকলের।