আঃ রহিম রংপুর প্রতিনিধিঃ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবিতে ছাত্র-জনতার তোপের মুখে পড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন।
এই খুশির খরবে রংপুর সহ রংপুর সদর উপজেলাতে বিজয় মিছিল করছে বিএনপি ও এর সহযোগী দলগুলোর নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ।
পাশাপাশি খুশিতে এলাকায় সাধারণ মানুষ মিষ্টি বিতরণ করেছেন । সোমবার (৫ আগস্ট) বিকেল সাড়ে ৪ টার দিকে রংপুর সহ রংপুর সদর উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে বিভিন্ন স্লোগানে বিজয় মিছিল বের হয়ে রংপুরের প্রধান প্রধান সড়ক প্রদর্শন করে।
এছাড়াও রংপুর সহ রংপুর সদর উপজেলার জুড়ে মোটরসাইকেলে চড়ে আনন্দ করতে দেখা গেছে সাধারণ মানুষদের।