আবু মোঃ শোয়েব ডন ঘাটাইল টাংগাইল
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়া রেঞ্জ কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও মারপিটের অভিযোগ উঠেছে।
এ বিষয়ে মোঃ মাঈনউদ্দিন বাদী হয়ে ঘাটাইল থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ থেকে জানাযায় ধলাপাড়া রেঞ্জ দেওপাড়া বিট আওতাধীন সুফল প্রকল্পের মাঈনউদ্দিন সভাপতি এই প্রকল্পে মোট ৬২সদস্য এর মধ্য বন নিরাপত্তায় দায়িত্বে আছেন ১৮ জন বনের গাছপালার রোপন, রক্ষণা বেক্ষণ করে থাকে। সরকার কর্তৃক তাদেরকে প্রতি মাসে ৩০ হাজার টাকা বরাদ্দ প্রদান করে।ওই ৩০হাজার টাকা দিয়ে ১৮ জন সদস্যর মধ্য প্রতি দিন দুই জন সদস্যকে বনের গাছপালা দেখা শোনা সহ বিভিন্ন দায়িত্ব পালন করে থাকে।
বিগত ১২ মাস যাবৎ বুক কিপারের টাকা ও ৫ মাসের বাগান পাহারার অর্থাৎ পেট্রোলিং এর টাকা ও অফিস ভাড়া সহ বিভিন্ন পর্যায়ের টাকা সরকার কর্তৃক ব্যাংকে পাঠাইলেও রেঞ্জ কর্মকর্তা মোঃ ওয়াদুদুর রহমান কাগজে স্বাক্ষর না দেওয়ায় আমাদের সদস্যরা ব্যাংক হতে টাকা উত্তোলন করতে পাচ্ছে না।
এ বিষয়ে ০১ আগষ্ট বেলা ১১ টার সময় মোঃ ওয়াদুদুর রহমান এর নির্দেশে কালিকাপুর গ্রামের প্রকল্পের সদস্য মোসাম্মৎ খালেদার বাড়িতে এক সভা আহ্বান করা হয়। সভায় আলোচনা চলার এক পর্যায়ে পরিকল্পিতভাবে মোঃ ওয়াদুদুর রহমান নির্দেশে তার বাহাম ভুক্ত অন্যান্য বিবাদী গণ আমাকে মারপিট করে গুরুত্বর আহত করে।
হামলা কারীরা হচ্ছে আন্ডু (৪৫) পিতা আব্দুল বাছেদ, মিজানুর রহমান ( ৪৪) পিতা মৃত ফয়েজ উদ্দিন, মোঃ হাবিব বয়স( ৪০), মোঃ সাইফুল উভয় পিতা মোঃ কোহিনুর ইসলাম, মোহাম্মদ জুয়েল (৪৬) পিতা মৃত আজগর আলী, আজিজুল হক(৩০) পিতা মোতালেব হোসেন সর্ব সাং কালিকাপুর। মোহাম্মদ মাঈন উদ্দিনকে স্থানীয় লোকজন উদ্ধার করে ঘাটাইল উপজেলা সদর হাসপাতাল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
জানতে চাইলে ধলাপাড়া রেঞ্জ কর্মকর্তা মোঃ ওয়াদুদুর রহমান মুঠোফোনে জানান আমি এ বিষয়ে কিছু বলতে পারব না।