আঃ রহিম (রংপুর প্রতিনিধি)
রংপুরের তারাগঞ্জ উপজেলা পরিষদের নব নিবার্চিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের আনুষ্ঠানিক ভাবে বরণ করে নিয়েছে উপজেলা নিবার্হী অফিসার।
গতকাল বিকালে উপজেলা নিবার্হী অফিসারের সভা কক্ষে আনুষ্ঠানিকভাবে নব-নির্বাচিত চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আনিছুর রহমান লিটন, ভাইস চেয়ারম্যান মোঃ খায়রুল ইসলাম ও মহিলা ভাইস চেয়ারম্যান মোকারমা আক্তার লিজাকে বরণ করে নেন উপজেলা নিবার্হী অফিসার মোঃ রুবেল রানা।
পরে উপজেলা নিবার্হী অফিসার মোঃ রুবেল রানার সভাপতিত্বে প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় শুরুতে পরিচয় প্রদানের মধ্যে দিয়ে উপজেলার সকল দপ্তরের কর্মকতার্রা তাদের পরিচয় প্রদান করেন। পরিচয় প্রদান শেষে বিভিন্ন দপ্তরের কর্মতরা শুভেচ্ছা বক্তব্য রাখেন। এসময় তৃতীয় বারের মত নব-নিবার্চিত উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান লিটন বলেন, আমি উপজেলার সকল দপ্তরের কর্মকতার্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের নিরপেক্ষতার কারনে একটি সুন্দর ও সুষ্ঠ্য নিবার্চনের মাধ্যমে জনগণের প্রত্যক্ষ ভোটে আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে তৃতীয় বারের মত নিবার্চিত হতে পেরেছি। আপনাদের সহযোগীতা নিয়ে তারাগঞ্জ উপজেলাকে একটি আধুনিক উন্নয়নশীল উপজেলা হিসাবে গড়তে চাই। এ জন্য আমাকে সহযোগীতা করতে হবে।
প্রথম সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের নবনিবার্চিত ভাইস চেয়ারম্যান মোঃ খায়রুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মোকারমা আক্তার লিজা, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জিন্নাতুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার দিবা রানী রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলতাফ হোসেন, উপজেলা শিক্ষা অফিসার রেহেনা বেগম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আঞ্জুমারা বেগম, উপজেলা সমবায় অফিসার শারমিন আক্তার, উপজেলা সমাজ সেবা অফিসার মমিনুল ইসলাম, উপজেলা আনসার ভিডিপি অফিসার রতন রায় সহ উপজেলার সকল কর্মকতা।