মাহমুদুল হাসান চৌহালী সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলায় বঙ্গবন্ধু বঙ্গমাতা গোল্ডকাব ফুটবল টুর্নামেন্ট ২০২৪ উপলক্ষে চৌহালীতে উপজেলা পর্যায়ে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিস এর আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ করা হয়।
বৃহস্পতিবার ২৭ জুন সকালে চৌহালীর কে আর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রাথমিক বিদ্যালয়ে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাজ উদ্দিন।
চৌহালী উপজেলা প্রশাসন মাহবুব হাসান এর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো,আব্দুল কাহহার সিদ্দিকী, চৌহালী থানা অফিসার ইনচার্জ ওসি শ্যামল কুমার দত্ত পিপিএম- উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাবিবুর রহমান হাবিব , উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নুর মোহাম্মদ, ইউআরসি অফিসার চঞ্চল কুমার মিস্ত্রি, মডেল সরকারি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক শফি উদ্দিন আহমেদ, এটিও শাহজাহান মিয়া, চরজাজিরা সপ্রবি প্রধান শিক্ষক মো, আঃ মালেক, খাষকাউলিয়া মাস্টার পারা সপ্রাবি প্রধান শিক্ষক মো, লুৎফর রহমান, শরিফুল ইসলাম,আঃ মতিন বিনানই সপ্রাবি,আহ লতিফ ও নাজমুল,ডা, মো, ফারুক, আমির হোসেন, গোলাম ও জাহাঙ্গীর, শহিদুল ইসলাম
সহ উপজেলা প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মীগণ, খেলার পরিচালক,সহকারী পরিচালক,দুই দুই বালক বালিকা দলের খেলোয়াড়, বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সরকারি বেসরকারি কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
উদ্বোধনী ম্যাচে যে দুটি দল অংশগ্রহণ করেছে শেখ চাদপারা বনাম বিনানই পশ্চিম পারা সপ্রাবি ও বেতিল সপ্রাবি বনাম বিনানই সপ্রাবি দলের মাধ্যমে খেলা শুরু করা হয়। আঃ রউফ পরিচালনায়
বেতিল সপ্রাবিকে বিনানই ৩-০ গোল এবং সেখচাদপুরকে বিনানই পশ্চিম পারা সপ্রাবি ২-০ গোল করে বিজয়ী হন। জনতার উপস্থিতে মনোমুগ্ধকর পরিবেশে ফাইনাল খেলা শেষ এবং পুরস্কার বিতরণ করা হয়।