বাবুল রানা (মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি)
টাঙ্গাইলের মধুপুরে টাঙ্গাইল ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মধুপুর ডিগ্রি কলেজ এলাকায় সড়ক দুর্ঘটনায় শোয়াইব (৫০) নামে একজন আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে এক দিন পর মারা গেলেন। শোয়াইব উপজেলার নাগবাড়ী এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে এবং মধুপুর ডিগ্রি কলেজের প্রভাষক আব্দুল হামিদ এর ভাতিজা। টাঙ্গাইল ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের পুর্ব পার্শে মধুপুর ডিগ্রি কলেজের কাছে মিলন লাইব্রেরীতে সে দীর্ঘ দিন ধরে চাকুরী করে আসছিল ।সোমবার (২৪ জুন) রাত ৯ টার দিকে শোয়াইব দোকানের সামনে রাস্তা পারাপারের সময় একটি ইজিবাইক (অটো) তাকে চাঁপা দিলে সে গুরুতর আহত হন। স্হানীয়রা উদ্ধার করে দ্রুত তাকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্হা আশংকা জনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকেল পাঁচ টার দিকে সে মারা যায় বলে পারিবারিক সুত্রে জানা যায়। তার এ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।