সিঁদুর ঘোষ রাজকুমার বাসাইল (টাঙ্গাইল)প্রতিনিধিঃ
মঙ্গলবার (১৮জুন) বিকেলে এমন উত্তেজনাকর একটি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় টাঙ্গাইল বাসাইল উপজেলার আরুহা গ্রামের মাঠে।
এবারের কোরবানির ঈদ আনন্দে টাংগাইলে বিভিন্ন এলাকায় চলছে প্রীতি ফুটবল ম্যাচ। গ্রামে-গঞ্জে প্রত্যেক ঈদের সময় এ ধরনের ম্যাচ বা খেলা উপভোগ করতে আসে হাজারো মানুষ। মাঠের চারিপাশে দর্শকের পরিপূর্ণ ছিলো।
উক্ত খেলার আয়োজনে ছিলেন আরোহা যুব সংঘ।সুমন খানের তত্ত্বাবধানে সার্বিক সহযোগিতায় খেলা অনুষ্ঠিত হয়।
টানটান উত্তেজনায় বিবাহিতদের সঙ্গে লড়াই করে ৪/৩গোলে বিজয় ছিনিয়ে এনেছেন অবাহিতরা। বিজীদের হাতে তুলে দেয়া হয় একটি খাসি কেনার টাকা ।
আরুহা গ্রামের আ: কালাম মিয়া বাড়ির পৃর্ব পাশে ধান ক্ষেতের এই ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
বিবাহিত দলের নেতৃত্ব দেন জুয়েল মিয়া ও সঞ্জু সরকার, জয় সহ, ১১জন।
অন্যদিকে অবিবাহিত দলে নেতৃত্বে ছিলেন সাদিক ও শুভ সহ রাকিব, ও প্রান্ত,সহ ১১ জন।
উক্ত ম্যাচের পরিচালনায় ছিলেন কবির ও সাগর।
এক গোল দিয়ে বিবাহিতদের হারিয়ে দেন অবিবাহিতরা। আর ৩ গোল দিয়েই মাঠ ছাড়তে হয় বিবাহিতদের।
খোলা মাঠে ধান ক্ষেতে খেলা হলেও আয়োজনের কোনো কমতি ছিল না। মাঠের চারপাশে গ্রামের ছেলে মেয়েরাসহ দর্শকও ছিল অনেক।
বিবাহিত খেলোয়াড় জুয়েল মিয়া বলেন, ঈদের আনন্দকে ভাগাভাগি করতেই আমাদের এই খেলার আয়োজন করা হয়। তিনি বলেন, আমাদের মধ্যে কেউই পেশাদার খেলোয়াড় নই, নিজেদের মধ্যে আনন্দ উপভোগ করতে এই খেলা অনুষ্ঠিত হয়।