“গন্তব্য”
হাফসা মনি
মুক্তির নিঃশ্বাসে তোমার মুক্তি মিলুক।
যন্ত্রণা টুকু আমার থাকুক।
সে না হয় আমার হয়েই বাঁচুক।
তুমি না হয় পালের তরী নিয়ে।
মুক্ত বাতাসে,মুক্তির আনন্দে
গান গেয়ে যেও আমার স্মরণে।
সে টুকু প্রাপ্তি ভেবে,
যন্ত্রণা টুকু চুপ রবে ভবে।
আমি না হয় চুপচাপ অভিমানি।
হাসব ক্ষণে ক্ষণে নকল হাসি।
চেয়ে চেয়ে দেখব তোমার পানে।
কেমন চুপটি করে গাঙ পাড়ি দাও গানের ও সনে।
বৈরী বাতাসে না হয় ভাববো তোমার কথা।
গাঙ উত্তাল চিন্তা হওয়ার কথা।
চিন্তায় চিন্তায় বুড়িয়ে যাবো।
চোখে ধোয়াশা,মনে হলো তুমি এসেছো।
কোথাও কিছু নাই,তুমি গন্তব্যে পৌঁছে গেছো।