কত কথা বলা-ই হয়নি প্রিয়,
শুধু অভিমানে হারিয়ে গেছে!
কতটা রাত নির্ঘুম কাটিয়েছি প্রিয়,
তোমার অপেক্ষাতে!
তুমি জানতেই পারোনি,
কতটা ভালোবাসি তোমায়।
কতটা চাই তোমাকে প্রিয়,
আমার মনের গহীনে!
কতটা অসহায় লাগে নিজেকে, তুমি হীনা,
আমার ঈশ্বর জানেন আর আমি জানি।
তুমি আমার শত জনমের চাওয়া পাওয়ার
এক পরিপূর্ণ প্রাপ্তি!
তোমার একটু উপস্থিতি,
আমার প্রাণে বেঁচে থাকার স্পন্দন জোগায়।
তোমার আলতো স্পর্শে হে প্রিয়,
আমার হৃদয়ে সমুদ্রের উত্তাল ঢেউয়েরা খেলা করে।
তোমার চোখের চাহনি,ঠোঁটের মৃদু হাসি
কম্পন ছড়ায় আমার হৃদয়ে!
তোমায় ভালোবাসি প্রিয়,
ভীষণ ভালোবাসি!
আমি অনন্তকাল অনন্তমায়ায়,
এভাবেই ভালোবেসে বেঁচে থাকতে চাই প্রিয়,
নিঃশ্বাস হারাতে চাই তোমার আলিঙ্গনে!
রাখবে কি হে প্রিয় আমায়,
তোমার বাহুডোরে!!
উপসংহারে তুমি না হয় আমার,
প্রাপ্তি হয়ে থেকে যেও!!
২৮.০৫.২৪ খ্রিঃ
সম্পাদক
: মোঃ সোহেল
নির্বাহী
সম্পাদক : মোঃ নুরুন্নবী
বার্তা
সম্পাদক : মোঃ জহিরুল ইসলাম
ঠিকানাঃ
সেক্টর ১০,উওরা, ঢাকা ১২৩০
Email
: newsbangla029@gmail.com