নিজস্ব প্রতিবেদক
সমমনা জোটের অন্যতম শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টি, জাগপার কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন জাগপার বর্তমান সভাপতি মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান। সাধারণ সম্পাদক হয়েছেন জাকির হোসেন রিয়াজ। মঙ্গলবার বিকালে রাজধানীর উত্তরায় জাগপার বর্ধিত সভায় এ কমিটি ঘোষণা করা হয়।
খন্দকার লুৎফর রহমান সাংবাদিকদের জানিয়েছেন, শিগগির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। বর্ধিত সভায় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডাঃ আওলাদ হোসেন শিল্পী, সহ সভাপতি প্রফেসর এজেড এম সাইফুল আজম, মির্জা আখতারুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, এসকে মোঃ আবুল হোসেন খোকন, শাহীন আলম প্রমুখ।