**মায়াবতি**
✍️আশিকুর সরকার (রাব্বি)
তাকে হাসলে লাগে মায়াবতি, কিংবা অসহায়।
হঠাৎ করে থমকে গিয়েও ইচ্ছেরা দেয় সায়।
অচেনা এই পথের পথিক পথ হারিয়ে যায়।
মায়ার জালে মায়া কাটে চোখের ইশারায়।
তাকালে তাঁর চোখের দিকে, আছে অদ্ভুত মায়া।
দুরে গেলে খুঁজি শুধু তাঁর স্নিগ্ধতার ছায়া।
অভিমানে যে দেখা যায় তাঁর মায়ার মুখ খানি।
আসলেই তাঁর সিওরিত কথা মুগ্ধতার বানি।
কথা বলার মাঝে আছে তাঁর মায়া ভরা দৃষ্টি।
হঠাৎ করে কথায় মাঝে অভিমানের বৃষ্টি।
হঠাৎ করে পরে চোখে রাতের তারাগুলো যেন শান্তি।
আজো অনুভব করি আমি তুমিতেই প্রশান্ত।