1. admin@newsbanglanb.com : admin :
নরসিংদীতে মনির সাংবাদিককে গুলি করে পিটিয়ে হত্যার চেস্টা - নিউজ বাংলা NB
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আশুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশরাফুলের ঘুষ বানিজ্য বেপোরোয়া। গঙ্গাচড়া থানা পুলিশের মাদকবিরোধী অভিযান প্রশংসনীয়। ঘাটাইলে বিএনপির বিশাল জনসভা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর রংপুর আগমনে পাগলাপীরে পথসভা ধনবাড়ীতে ১৭ পিছ ইয়াবা সহ মাদক ব্যবসায়ী ও সেবন কারী গ্রেফতার। দেলদুয়ারে সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবারকে জেলা প্রশাসকের অর্থ সহায়তা প্রদান। আরাফাত রহমান কোকো স্মৃতি ফাউন্ডেশন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত। মধুপুরে গভীর রাতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন ইউএনও ডিমলায় এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার গাজীপুর বাসন মেট্রো থানা যুবদল বিএনপি নেতার শোক প্রকাশ।

নরসিংদীতে মনির সাংবাদিককে গুলি করে পিটিয়ে হত্যার চেস্টা

মোঃ কামাল হোসেন প্রদান (নরসিংদী জেলা প্রতিনিধি)
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ৫০ বার পঠিত

মোঃ কামাল হোসেন প্রদান (নরসিংদী জেলা প্রতিনিধি)

অদ্য ১৩/৮/২৪ ইং মঙ্গলবার দুপুরে রায়পুরা শ্রীরামপুর বাজারে এ ঘটনা ঘটে। আহত মনিরুজ্জামান মনির (৪০) রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও দৈনিক দেশ রূপান্তর পত্রিকার রায়পুরা প্রতিনিধি।

তিনি উপজেলার মেথিকান্দা গ্রামের নুর মোহাম্মদের ছেলে।আহত মনিরুজ্জামান সহ প্রত্যক্ষদর্শীরা জানান, রায়পুরায় বিভিন্ন স্থানে মানুষের বাড়িঘর, দোকানপাট ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করছে দুর্বৃত্তরা। এসব নিউজ সংগ্রহ করতে গেলে ক্ষেপে যায় দুর্বৃত্তরা। মঙ্গলবার দুপুর ১২টার দিকে শ্রীরামপুর বাজারে গেলে ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়া হত্যা মামলার প্রধান আসামি আবিদ হাসান রুবেল ও তার ছোট ভাই টুটুলসহ প্রায় ১০ জনের একটি দল হামলা করে।

এ সময় হাতুড়ি দিয়ে পিটিয়ে ও হাতে-পায়ে কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে যায় তারা। পরে স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। এ ঘটনার সময় রায়পুরা থানা-পুলিশের কোনো তৎপরতা না থাকায় সার্বিক সহযোগিতা করেছে সেনাবাহিনীর সদস্যরা।

সেনাবাহিনীর একটি দল হাসপাতালে গিয়ে আহত সাংবাদিক মনিরুজ্জামানের খোঁজখবর নেয় ও রায়পুরা শহরে নিরাপত্তা জোরদার করে। এ ঘটনায় নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সফিকুল ইসলাম রিপন, রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাব, রায়পুরা সাংবাদিক ফোরাম, রায়পুরা প্রেস ক্লাবসহ নরসিংদী জেলা ও উপজেলার সাংবাদিক সংগঠনসহ নেতারা নিন্দা জানিয়ে অনতিবিলম্বে সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।

রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কর্মকর্তা (আরএমও) রঞ্জন কুমার বর্মণ খবরের কাগজকে বলেন, হাতে ও পায়ে গুলি লেগেছে। মাথায়ও গুরুতর আঘাত আছে। এর মাঝে পায়ের গুলিটি একপাশ দিয়ে ঢুকে অপর পাশ দিয়ে বেরিয়ে যায়। অবস্থা সংকটজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এছাড়াও নরসিংদী জেলা বিভিন্ন স্থানে সন্ত্রাসীদের হামলার শিকার হচ্ছেন প্রকৃত সাংবাদিকরা, এ ব্যাপারে সাংবাদিকদের নিরাপত্তা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্বর্তন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন নরসিংদী জেলার সাংবাদিকবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও সংবাদ