আরিফুল ইসলাম মামুম(বিশেষ প্রতিনিধি)
মুসলিম জাহানের জন্য খুশির বার্তা বছর ঘুরে আবারও ফিরে এসেছে ত্যাগের মহিমায় পবিত্র ঈদুল আযহা। সবাইকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন গাজিপুর মহানগরের সাবেক সহ-দপ্তর সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম।
মহান আল্লাহ যেন আমাদের কোরবানিকে কবুল করেন। পবিত্র ঈদুল আযহা খুশির দিনে দেশ ও মানুষের ভাগ্য উন্নয়নের পক্ষে শপথ নিতে দেশ বিদেশে থাকা সকলের প্রতি আহবান জানান তিনি।আসুন দেশের সুবিধা বঞ্চিত, হতদরিদ্রদের পতি সহনশীল হই। ঈদুল আযহা’র পশু কুরবানির মাধ্যমে নিজেদের পশুত্বকে কুরবানি দিয়ে আমাদের কুরবানি দিয়ে আমাদের অঙ্গিকার হোক সকল হিংসা জোর জুলুম হানাহানি থেকে মুক্ত হয়ে ন্যায়,সকল কিছু ভুলে মহা মিলনের এক ঐক্যবদ্ব ও ভালবাসাপুর্ণ সমাজ এবং স্মার্ট দেশ গঠনের লক্ষ্যে একযোগে কাজ করা প্রকৃত শিক্ষাই ঈদুল আযহা।