মোর্শেদা জাহান লিপি
বলো ক'জনের আছে?
সাদা পরিস্কার একটা হৃদয়!
যে হৃদয়ে কোন কাটাছেঁড়া দাগ নেই,
কোনো দুঃখ কষ্টও নেই।
সদা সত্য কিনা ভেবে বলো__
যে হৃদয় নিয়ে তুমি এ-তো গর্ব করো,
আমার আমার বলে!
সে-তো অন্য কারো হৃদয়ের কথা বলে।
যতই করো আমি আমি!
অভিনয় যতই করো মুক্তমনা নয় তুমি।
মানেনা এ-মন, হৃদয় ঘুরেফিরে থাকে বাঁধা__
অন্য কোনো হৃদয়ের বাঁকে !
অতি ভাগ্যবান ব্যক্তির জন্য থাকে___
অনেক অনেক হৃদয়ের ভালোবাসা।
দূর্ভাগা ব্যক্তির জন্য জমা থাকে___
পাশে থাকতে থাকতে অভ্যাসের ভালোবাসা__
হয়তো অবুঝ কোন অভিমান বাঁধে বাসা।
সম্পাদক
: মোঃ সোহেল
নির্বাহী
সম্পাদক : মোঃ নুরুন্নবী
বার্তা
সম্পাদক : মোঃ জহিরুল ইসলাম
ঠিকানাঃ
সেক্টর ১০,উওরা, ঢাকা ১২৩০
Email
: newsbangla029@gmail.com